
নিজস্ব প্রতিবেদকঃ-
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নতুন দুটি ইউনিট উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ইউনিট দুটি হলো— কাজী রফিকুল আলম টিউমার বোর্ড ও অধ্যাপক ডা. এমএ হাই ক্যান্সার রেজিস্ট্রি অ্যান্ড রিসার্চ সেন্টার।
সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমি নগরপিতা নই, নগরের সেবক হিসেবে থাকতে চাই।
তিনি বলেন, প্রধান অতিথি হলেই বড় তোয়ালে বিছানো চেয়ারে বসতে হবে এমন নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান বড় চেয়ারে বসবেন। আমরা যারা সেবক তাদের এ পরিবর্তনটা চর্চা করতে হবে।
মেয়র বলেন, ৫৪টা ওয়ার্ডের মেয়র হিসেবে আমি ৫৪টা ওয়ার্ডেই যাই। ভোট চাওয়ার জন্য যদি সব স্থানে যেতে পারি, তবে সেবা দেওয়ার জন্যও সবখানে যেতে হবে।
ক্যান্সার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। ক্যান্সার প্রতিরোধের চেয়ে সচেতনতা জরুরি। ক্যান্সার একটি ভয়াবহ রোগ। স্তন ক্যান্সার এখন ঘরে ঘরে হচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে।
আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এমএ হাই ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল যোবায়দুর রহমান, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের এমডি প্রফেসর ডা. কামরুজ্জামান চৌধুরী, ডা. শরীফুল ইসলাম, নির্বাহী পরিচালক ডা. কাজী এহসানুর রহমান, ঢাকা উত্তরা সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ প্রমুখ।