
স্পোর্টস ডেস্কঃ-
আগামী সপ্তাহে আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে বাংলাদেশ গ্রুপপর্বের বাধা পার করে সুপার ১২-তে জায়গা করে নিতে হবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস— মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।
সুজন বলেন, আমার প্রত্যাশা সবসময় ভালো। আমার বিশ্বাস বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। অনেকেই প্রশ্ন করতে পারেন— নিউজিল্যান্ড, ভারত, শ্রীলংকা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব— এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।
ক্রিকেট বোর্ডের এই পরিচালক আরও বলেন, এর আগে ভারতের কাছে এই সংস্করণে জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার আছে। টপ অর্ডার জ্বলে উঠলে আমাদের আটকানো মুশকিল হবে।
আগামী রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন— মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে, বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে।
প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে।